Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আরাকান শিশুর জবানবন্দী

সানোয়ার পারভেজ

যেখানে আমার জন্মানোর কথা ছিল
আমি সেখানে জন্মাতে পারিনি ;
এমনই নিয়তি আমার,
আমার কোনো দেশ নেই।
দেশ আমার বাবারও ছিলনা
ছিলনা আমার
পিতৃ-মাতৃভূমি বলে কোনকিছু।
নিয়তি এমনই আমার,
আমি জন্ম নিলাম সবুজ ঘাসের বিছানায়
এক অন্য দেশে, একঅন্য ঠিকানায়।

আমার মাথার ওপর খোলা আকাশের ছাদ
জানিনা তখন রাত্রি না-কি সকাল;
চন্দ্র সূর্য্য কিছুই চিনিনা আমি।
জন্মের প্রথম কান্না কাঁদতে গিয়ে দেখলাম
আমি বাক্যহীন-শব্দহীন
মাতৃভাষা আমার অজানা।

এমনই এক নিঃশব্দ প্রহরে
আমার আগমন পৃথিবীতে।

নিয়তি এমনই আমার,
আকাশের ছাদ চুঁয়ে চুঁয়ে পড়ছিলো বৃষ্টির ফোঁটা
সবুজ ঘাসের বিছানায় শুয়ে শুয়ে
আমার প্রথম স্নান হয়েছিলো
বিধাতার আসমানি জলে।

আমিতো কোরান জানিনা, জানিনা ত্রিপিটক
ঘন্টাধ্বণি কিংবা আজান শুনিনি কানে,
পাপ-পূণ্য কি আমি তা বুঝিনা ;
কিন্তু আমার আজন্ম পাপ
আমি আরাকান রোহিঙ্গা।

তাই জন্মসূত্রে পেলাম
সবুজ ঘাসের বিছানা !!

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন