বাগেহাটের চিতলমারীতে রাত পেহালেই ৬৪ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এ লক্ষে রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে সকল কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার ও বাক্স। উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডের ৬৪ কেন্দ্রের ভোট গ্রহণকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ নির্বাচনে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব (র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন), বিজিবি (বডার গার্ড বাংলাদেশ), গোয়েন্দা, পুলিশ ও আনসার সদস্যরা। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন চিতলমারী উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মজিদ।
তিনি বলেন, ২০ তারিখ সকাল থেকেই মাঠে থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবের টহল টিম ও ৫ প্লাটুন বিজিবি। প্রতি কেন্দ্রে থাকবেন একজন এসআই অথবা এএসআইসহ ৫ জন পুলিশ সদস্য, একজন পিসি ও একজন এপিসিসহ ১৭ জন আনসার সদস্য। এ ছাড়া নির্বাচন পরিচালনার জন্য রয়েছেন ৬৪ জন প্রিজাইডিং অফিসার, ৩২২ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬৬৪ জন পোলিং অফিসার।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচন পরিচালনার লক্ষে মাঠে থাকবেন নির্বাহী মাজিস্ট্রেট, বিজিবি (বডার গার্ড বাংলাদেশ), র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
খুলনা গেজেট/এমএম