খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। শেখ রেজানুল হকের সভাপতিত্বে ও সৈয়দ আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।
অন্যান্যদের মধ্যে আলোচনা ও কবিতা পাঠ করেন সৈয়দ জীবন, শেখ মোহাম্মদ গোলাম রসুল, এম. এম. হাসান, অনিন্দ্য আনিস, ওয়াহিদুজ্জামান সোহাগ, সাইফুর মিনা, মোহাম্মদ আজহারুল ইসলাম, সরোয়ার হোসেন, হারুন অর রশিদ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ জামাল মোড়ল, সেলিম খান প্রমুখ।
প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান কথাসাহ্যিতিক ও সব্যসাচী লেখক সৈয়দ মুজতবা আলী বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক ও তাঁর বহুমাত্রিক সাহিত্য সৃষ্টির অধিকতর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।
খুলনা গেজেট/এনএম