খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগী ও আদর্শিক কর্মী ছাড়া সংগঠন শক্তিশালী হতে পারে না। সকল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সংগঠন থেকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার উন্নয়নের হাতকে যারা শক্তিশালী করবে তারাই দলে স্থান পাবে। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে ষড়যন্ত্রকারীদের দল থেকে বাদ দিয়ে হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর সদর থানার ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার। এসময় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান শিকদার রাজু।
খুলনা গেজেট/ টি আই