বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

হোগলাডাঙ্গায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ইজিবাইক চালকসহ হতাহত ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনার হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা পাওয়ার ষ্টেশনের সামনে ইজিবাইক ও দারাজের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৪০) ও জিল্লুর রহমান নামে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার বিকেল বিকেল ৪ টার দিকে কৈয়া বাজার থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে অনলাইন ভিত্তিক ডেলিভারী প্রতিষ্ঠান দারাজের একটি গাড়ি কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। হোগলাডাঙ্গা পাওয়ার ষ্টেশনের কাছে পৌঁছালে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী সিয়াম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর ইজিবাইক চালক জিল্লুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত এক নারীর অবস্থা আশঙ্কাজনক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন