জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডবাসীর উদ্যোগে গ্রাম ভিত্তিক ৮ দলীয় বঙ্গবন্ধু কাপ নকআউট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে কুলবাড়িয়া বাহার ব্রিকস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধণ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ। প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাংবাদিক এম এ এরশাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আব্দুর গনি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল, আব্দুল হাই বাহার, ইউপি সদস্য অসীম বিশ্বাস, শিখা বসাক, শাহারিয়ার আল মামুন, নাজমুল হুদা মিন্টু, ফায়সাল হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় মনোহরপুর ফুটবল একাদশ ২-০ গোলে কুলবাড়িয়া উত্তরপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন প্রণব সরদার, সম নাজমুল বারী, বিনয় সরকার। খেলার ধারা বিবরণী দেন মাষ্টার রফিকুল ইসলাম ও মহির উদ্দিন মাহী।
খুলনা গেজেট/কেএম