খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘দাবা প্রতিযোগিতা-২০২১’’ ১ সেপ্টেম্বর বুধবার সকালে শুরু হবে। এর আগে পৌনে এগারোটায় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় প্রত্রিকার সম্পাদকগণ ও খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এবারের প্রতিযোগিতায় ক্লাবের স্থায়ী ও ইউজার সদস্যরা অংশ গ্রহণ করছেন। সকাল ১১ টায় ৩টি খেলা খুলনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।
খেলায় আলমগীর হান্নান বনাম আশরাফুল ইসলাম নূর, মোঃ হেলাল মোল্লা বনাম তৌহিদুল ইসলাম তুহিন এবং মোঃ শাহ আলম বনাম মাকসুদুর রহমান (মাকসুদ) একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রথম দিনের সকল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান। খুলনা প্রেসক্লাবে সদস্যদের এ সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।