খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

খুলনায় করোনার ৮০ শতাংশ শয্যা খালি, সদরে রোগীশূন্য

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। ফলে হাসপাতালগুলোডে রোগির সংখ্যাও কমেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় খুলনার পাঁচ হাসপাতালে রোগি ভর্তি ধারণক্ষমতার ২০ দশমিক ৫৩ শতাংশ। ফলে হাসপাতালগুলোতে খালি রয়েছে প্রায় ৮০ শতাংশ শয্যা। এরমধ্যে টানা তিনদিন রোগীশূন্য রয়েছে খুলনা সদর হাসপাতালের করোনা ইউনিট।

হাসপাতালগুলোর দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসায় পাঁচটি সরকারি-বেসরকারি হাসপাতাল রয়েছে। যারমধ্যে তিনটি সরকারি ও ২ টি বেসরকারি হাসপাতাল। এসব হাসপাতালে রোগীদের জন্য রয়েছে ৫৬৫ শয্যা। এরমধ্যে ৮০ শয্যার খুলনা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগী নেই। আর খুলনার বাকী হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী তর্তি রয়েছে ১১৬ জন। এরমধ্যে খুলনা ২০০ শয্যার করোনা হাসপাতালে ৬৪ জন, ৪৫ শয্যার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২১ জন, ৯০ শয্যার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন এবং ১৫০ শয্যার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন রোগী ভর্তি রয়েছে।

আর খুলনা সদর হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিট সম্পূর্ণ খালি রয়েছে। গত তিনদিন কোন রোগী ভর্তি হয়নি, বরং সম্পূর্ণ ইউনিট রোগীশূন্য রয়েছে। এর আগে ২০ জুন করোনায় আক্রান্ত রোগীর চাপ সামলাতে খুলনা সদর হাসপাতালে ৭০ শয্যার করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে রোগীর চাপ আরও বাড়লে ৮০ শয্যায় পরিণত করা হয়।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্ডি হয়নি। এর আগের দুইদিনও করোনা ইউনিটে কোন রোগী ছিল না। গত ২৮ আগস্ট সকাল পর্যন্ত চারজন রোগী ভর্তি ছিল। সর্বশেষ ২৯ আগস্ট সেই ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওইদিন থেকেই রোগীশূন্য রয়েছে হাসপাতাল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!