ডুমুরিয়ায় মোটরসাইকেল না পেয়ে রোববার বিকেলে মুন্না গোলদার (২১) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ চিংড়া গ্রামে হিল্লাল গোলদারের পুত্র।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, কয়েক দিন ধরে মুন্না তার পিতার নিকট একটি মোটরসাইকেল দাবি করে আসছিল। কিন্তু সামর্থ না থাকার কারণে পিতা বাইক কিনে দিতে ব্যর্থ হওয়ায় রাগে ক্ষোভের বশে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএ

