বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু !

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের পল্লীতে ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের পীর বাক্স জোয়ারর্দারের ২ পুত্র সন্তানের জনক রাশেদুল ইসলাম জোয়ার্দার (৩৭) রোববার সকালে বাড়ির কাছে বাগানে ছাগলের জন্য পাতা ভাংতে যায়। সাবেক ইউপি সদস্য আবদুল কাদের বিশ্বাস জানান রাশেদুল ইসলাম জোয়ার্দারকে তারা প্রথমে ভুল চিকিৎসা সেবা দিয়েছে। তাঁকে ভিমরুলে কামড়ালেও স্থানীয় ভাবে বিভিন্ন ওঁজা এনে সাপের বিষ নামানোর চেষ্টা করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রোববার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন