করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের ন্যায় খুলনায় সকল প্রকার শোভাযাত্রা, র্যালি ও মিছিল বন্ধ রাখার জন্য ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিধিনিষেধ জারি করেছে।
তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন করা যাবে।
ধর্ম মন্ত্রণালয় গত ৬ আগস্ট জারিকৃত জরুরি বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।
এদিকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সোমবার খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে বেলা ১১টায় করোনায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এছাড়া বেলা ১২টায় দেশ, জাতি ও বিশ্বের শান্তিকামী মানুষের সুস্থতা ও মহামারী করোনা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে শ্রীশ্রীগীতা যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাত ১২-০১ টায় শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে, এজন্য ভক্তবৃন্দকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে নগর পূজা পরিষদ অসহায় দুস্থদের মাঝে ৯ দিনব্যাপী মহানগর আওতাধীন ৮টি থানায় খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করার হয়েছে।
অপরদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নগর ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের পক্ষে সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।
খুলনা গেজেট/এএ