খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে হত্যাকারীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিলো। তারই সাহসী কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আজ শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পেরেছে। আগামীতে এই শক্তিকে কাজে লাগিয়ে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে খুলনা-৪ আসনের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
শনিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টায় তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তেরখাদা উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম আহবায়ক শেখ হুসাইন আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, আ’লীগ নেতা শেখ তবিবুর রহমান, আব্দুর রাজ্জাক রাজা, মোল্যা বোরহান উদ্দিন, মোল্যা ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিছুল হক, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, খান ফরাদুজ্জামান সুমন, মহিলালীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, তাহেরা নয়ন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আকিব, আরশাদ মোল্যা, জহির চৌধুরী, গোবিন্দ বিশ্বাস, আবুজার ছকাতি, আলআমিন ইসলাম, রাজিব, সাফিন, নাঈম ইসলাম, রাকিব হাসান, আকাশ, রিহাজ আহমেদ, মিলন, মেহেদী, রিয়াদ প্রমূখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।