বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দৌলতপুরে যুবককে কূপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দৌলতপুরে মোঃ সাহেদ (২৮) নামে এক যুবককে কূপিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। শুক্রবার রাতে আন্জুমান রোডে এ ঘটনা ঘটে। সে ওই রোডের মোঃ শুকুরের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মোঃ সাহেদ আমতলা মোড়ে নিজের ভাইদের সাথে কথা বলছিলেন। কথা বলা শেষে বাসার উদ্দেশ্য রওনা হয়। সে বাসার কাছে পৌছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে তার ডান হাতের তালুর নিচে, পিঠের মাঝখানে ২টা কোপ ও মাথার মাঝখানে চাপাতি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ছেলেটিকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। বর্তমানে সে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। রোগীর হাতের অবস্থা খারাপ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন