সোনালী ব্যাংক লিমিটেড খুলনা কর্পোরেট শাখার ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস, খুলনার জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এফ এম মনিরুজ্জামান ও ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্দ্রজিৎ দাস। সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড, খুলনা কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সেখ সহিদুল ইসলাম।
শোকাবহ আগষ্ট মাসে অনুষ্ঠিত এই সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫, আগষ্ট ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সূত্র: খবর বিজ্ঞপ্তি।