ব্যক্তিমালিকানা জুট মিল শ্রমিকদের ঘোষিত ৬ দফা দাবি পুরণের লক্ষ্যে ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে ২৭ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান। সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, কাবিল উদ্দিন, আঃ সালাম, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন, জুট সেক্টরের খুলনা অঞ্চলের সভাপতি খালেক হাওলাদার, মহানগরের সভাপতি মাহফুজুর রহমান, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ মুরাদ, আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, ওবায়দুর রহমান, মোকছেদ মোল্লা, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ কেসমত প্রমুখ।
জনসভায় থেকে রাজপথ রেলপথ অবরোধ সহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ৩০ আগস্ট সোমবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অনশন, বুধবার ১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় শিরোমনিতে বৃহস্পতিবারের অবরোধ সফল করার লক্ষ্যে ,ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় শিরোমনি খুলনা যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা করেন।
খুলনা গেজেট/কেএম