নগরীর পাইকারী ও খুচরা বাজরে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। মানভেদে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা এ মাসের শুরুতে ছিল দ্বিগুণ। দেশী মরিচের আমদানিতে এ দরপতন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
গেল মাসের শেষের দিকে অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ নষ্ঠ হয়। ফলে হু হু করে এ পণ্যটির দাম বৃদ্ধি পায়। বাজারে এটির দাম স্বাভাবিক ও ক্রেতাদের নাগালের মধ্যে রাখার জন্য সরকার মরিচ আমদানি করলে বাজর দর কিছুটা নামতে থাকে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের কাঁচা মাল বিক্রেতা মোঃ রাসেল শিকদার জানান, তিনদিন হল কাঁচা মরিচের ঝাঁজ কমেছে। ডবল সেঞ্চুরী থেকে এখন ৮০ টাকায় বিক্রি করছেন প্রতিকেজি। যদিও একটু লস হচ্ছে।
মিস্ত্রীপাড়া বাজারের ব্যবসায়ী মোঃ ইনসান জানান, এ মাসের শুরু কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়েছিল। ভারতীয় কাঁচা মরিচের আমদানিতে দাম কিছুটা কমে যায়। গত তিনদিন ধরে তিনি ভারতীয় এ পণ্যটি না কিনে দেশী মরিচ ক্রয় করছেন। দেশী মরিচের আমদানি বেশী হওয়ায় এখন পাইকাররা ভারতীয়টা বেশী একটা আনছেন না।
সোনাডাঙ্গাস্থ পাইকারী বাজারের ভাই ভাই বাণিজ্য ভান্ডারের মালিক নান্নু বিশ্বাস জানান, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম কমে গেছে। আমরাও কমদামে এটি পাচ্ছি। দেশী মরিচের ফলনও ভাল হয়েছে। বাজারে আমদানিও ভাল। মানভেদে দেশী এ পণ্যটি তিনি ৬০ থেকে ৬৫ টাকা ও আমদানি করা মরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন। বাজারে দেশীয় এ পণ্যটির আমদানি না থাকলে এটির দাম উর্ধ্বমূল্যে স্থায়ী হয়ে থাকত। তবে কয়েকদিনের মধ্যে এ পন্যটির দাম আরও কমে যাবে বলে তিনি জানিয়েছেন।