যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর নিহতের ঘটনায় আটক সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, মাসুম বিল্লাহ যেহেতু হত্যা মামলায় আটক হয়ে আদালতের নির্দেশে রিমান্ডে আছেন, সেহেতু সরকারি চাকরি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হল। কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকেও এর আগে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু কেন্দ্রের বাকি তিনজন এ মামলায় আটক হয়ে রিমান্ডে থাকলেও তাদের চাকরি এখন বহাল রয়েছে। তাদেরকে আজো বরখাস্ত করা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মকর্তাদের পৈচাশিক মারপিটে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন। আহত কিশোররা জানায়, কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মীর সঙ্গে দ্ব›েদ্ধর জের ধরে কেন্দ্র কর্মকর্তা, আনসার সদস্য ও তাদের ‘অনুগামী’ কয়েকজন কিশোরের মারধরে হতাহতের এ ঘটনা ঘটেছে।
আহতদের বক্তব্যের ভিত্তিতে কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ ও এক কিশোরসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ সাময়িক বরখাস্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
শুক্রবার রাতেই মাসুদ, মাসুম বিল্লাহ, কেন্দ্রের সাইকোসোশ্যাল কাউন্সিলর (প্রবেশন অফিসার) মুশফিকুর রহমান, শরীরচর্চার শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম পাঁচজনকে আটক করে পুলিশ। পরদিন তাদেরকে রিমান্ডে নেয় তদন্তকারী কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম