জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে কাল শুক্রবার বিকাল ৩টায় খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুখ্য আলোচন হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেক। সভাপতিত্ব করবেন নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ)সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম