বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা ছিল আনসার আল ইসলামের দুই সদস্যের

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সিআইডির হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের দুই সদস্যের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক ড. মোঃ আতিকুস সামাদ তার জবানবন্দি রেকর্ড করেন। অপর আসামি হাসান জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করলে তদন্ত কর্মকর্তা তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন জানিয়েছেন।

আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি প্রদান করা আসামি হলো, পশ্চিম বানিয়াখামার নাজিরঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে নাসিম। একই এলাকার মো. খোকন মোল্লার ছেলে হাসানের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল থেকে আদালত পাড়ার নিরাপত্তা জোরালো করা হয়। প‌্রবেশমুখে বসানো হয় চেকপোস্ট। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সন্ধ‌্যা সাড়ে ৬ টার দিকে আসামি নাসিমকে নিয়ে আইও ম‌্যজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, ৮ বছর আগে এক বড় ভাই নাসিমদের ইসলামের দাওয়াত দেয়। এরপর তাদের কোরআন ও হাদিসের শিক্ষা দেয়। তারপর তারা জঙ্গী কার্যকালাপে জড়িয়ে পড়ে। আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা প্রায় শেষের পথে ছিল। কিন্তু ঢাকায় সাম্প্রতিক তাদের এক সাথী আটক হওয়ার কারণে পরিকল্পনা ভেস্তে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ‌্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার রাতে সিআইডি গ্রেপ্তারের পর আনসার আল ইসলামের দুই সদস্য নাসিম ও হাসানকে লবনচরা থানায় হস্তান্তর করে। দু’জনের নাম উল্লেখসহ আরও ১০ জনের বিরুদ্ধে লবনচরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়, যার নং ১৪।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন