খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

মোড়েলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ২৫৫পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে আমতলী গ্রাম থেকে সাব্বির হাওলাদারকে(২৪) আটক করা হয়। সে ওই গ্রামের সাইদুর রহমান হাওলাদারের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৬ এর তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী খুলনার একটি আভিযানিক দল আমতলী গ্রামে অভিযান চালায়। এ সময় সাব্বির হাওলাদার ২৫৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক হয়। তার নিকট থেকে ২টি সিমকার্ড ও একটি মোবাইল সেটও জব্দ করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!