খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

ইয়াস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত ১৬ হাজার পরিবারকে সহায়তা দিল লায়ন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক

প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত খুলনা বিভাগের তিনটি ও ভোলা জেলায় ১৬ হাজার পরিবারকে মানবিক খাদ্য সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১। এরমধ্যে খুলনা বিভাগে সহায়তা পেয়েছেন এক হাজার চারশ’টি পরিবার।

ক্লাবের এলসিআইএফ ইর্মাজেন্সি গ্রান্ট কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে এ কার্যক্রম শেষ হয়েছে। জেলা (৩১৫এ১) গর্ভনর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ চার দিনব্যাপী এ কার্যক্রমে নেতৃত্ব দেন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও ভোলা জেলার প্রত্যন্ত এলাকার ১১টি স্থানে অসহায় মানুষের হাতে চাউল, ডাল, আটা, লবণ ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেয়া হয়।

কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সদ্য বিদায়ী জেলা গভর্ণর মো. নজরুল ইসলাম সিকদার, বর্তমান ফাস্ট ভাইস-জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, সাবেক জেলা গর্ভনর কল্পনা রাজিউদ্দিন, ড. এস এম এ জাফর বাদশা, মো. ফরিদুল হক, আক্কাস আলী, আকরামুজ্জামান, কায়কোবাদ মো, শরীফুজ্জামান, ডা. দিলকুসা আহমেদ, এম এ আউয়াল রাজ, সেলিম মিয়া, শেখ মো. আনিস, সাইদুর রহমান, আক্তার হোসাইন, শামীমা সুলতানা শিলু, মিজানুর রহমান, নাজমুল হক ভূইয়া মোহন, মো. কাজী জিয়া উদ্দিন বাসেত, মহসিন শরীফ, রিজিয়া পারভীন, দিলারা নাসরীন, আনোয়ার হোসেন, গাজী হারুন প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!