নারী দল ফাইনালে হেরে গেলেও সাউদার্ন ব্রেভের পুরুষ দল সফল। ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা দ্য হান্ড্রেডের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো জেমস ভিন্সের দল। লর্ডসে শনিবার রাতে বার্মিংহ্যাম ফিনিক্সকে হারাল তারা।
পল স্টারলিংয়ের ৬১ রানের ঝড়ো ইনিংসের পর শক্তিশালী বোরিং পারফরম্যান্সে ফিনিক্সকে ৩২ রানে হারিয়েছে ব্রেভ। লিয়াম লিভিংস্টোনের ঝড় শেষ পর্যন্ত বিফলে গেছে।
লর্ডসে ৩৬ বলের ইনিংসে স্টারলিং ছয়টি ছক্কা হাঁকান। রস হোয়াইটলি (১৯ বলে ৪৪ রান) মারেন চারটি ছয়। তাতে করে ৩২ বলে ৩৫ রানে ২ উইকেট হারানো ব্রেভের স্কোর শেষ পর্যন্ত হয় ৫ উইকেটে ১৬৮ রানে। শেষ ৬৫ বলে তাদের স্কোরবোর্ডে জমা হয় ১৩৮ রান।
ব্রেভ সিমার ক্রেইগ ওভারটন ও জর্জ গার্টনের তোপে ১৪ রানে ২ উইকেট হারায় ফিনিক্স। কেবল লিভিংস্টোন (১৯ বলে ৪৬) ব্রেভের পথের কাঁটা হয়ে দাঁড়ান। কিন্তু টি ডেভিডের কিপার্স এন্ডের স্টাম্পে সরাসরি হিটে থেমে যায় ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের ঝড়। তাতে ১০০ বলে ফিনিক্স থামে ৫ উইকেটে ১৩৬ রানে।
অধিনায়ক মঈন আলী (৩০ বলে ৩৬ রান), ক্রিস বেঞ্জামিন (২৫ বলে অপরাজিত ২২ রান) ও বেনি হাউয়েল (১৪ বলে অপরাজিত ২০ রান) তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু ম্যাচ শেষে বিজয়ের হাসি হাসে ব্রেভ।