নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা ৫ নং ওয়ার্ডের গাজীপাড়ায় মৃত ওহিদুল খন্দকারের স্ত্রী জাহানারা বেগম(৪২) রান্নাঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
তার পরিবার সূত্রে জানা গেছে, ২২ আগষ্ট রবিবার ফজরের সময় বাড়ির রান্নাঘরের আড়ার সাথে ঝুলতে দেখা যায়। এসময় চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে শিরোমনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন।
খুলনা গেজেট/কেএম