কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, অবৈধ ও জনবিচ্ছিন্ন সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে ক্ষমতা হারানোর ভয়ে আবোল তাবোল বকতে শুরু করেছে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রমণরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কর্মসূচির অংশ খুলনা মহানগর বিএনপি তৃতীয় দফায় মাস্ক বিতরণ কর্মসূচিতে সদর থানায় মাস্ক বিতরণের সময় এসব কথা বলেন।
প্রশাসনের সাথে সম্মুখযুদ্ধে ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ উল্লেখ করে মঞ্জু আরও বলেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই, তারা এখন জনবিচ্ছিন্ন। ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত সরকার নিজের ছায়া দেখলেই ভয় পাচ্ছে বলে জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করেছে। সরকারের ব্যর্থতার কারণে করোনাকে এখানে মোকাবিলা করা সম্ভব হয়নি। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। মানুষ দারিদ্র্য থেকে আরো দারিদ্র্য হচ্ছে। বন্দুকের নলের জোরে ক্ষমতায় থাকা যাবে না। জনগণের চাপের মুখে সরকারের পতন ঘটতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, জালূ মিয়া, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, বদরুল আনাম, আফসার উদ্দীন মাষ্টার, ইশাহাক তালুকদার, তরিকুল্লাহ খান, শাহাবুদ্দিন মন্টু, মেজবাহ উদ্দীন মিজু, জাহিদ কামাল টিটো, আসলাম হোসেন, নাসির খান, মাহবুব হোসেন, সিরাজুল ইসলাম লিটন, জি এম মঈন উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মাসুদ খান বাদল, খান মঈনুল ইসলাম মিঠু, ডা. আব্দুস সালাম, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, মাজেদা খাতুন, হুমায়ুন কবির, জামাল মোড়ল, আকবর হোসেন, রোকেয়া ফারুক, মুন্নি জামান, শামীম আশরাফ, সেলিম বড়মিয়া, সাকাওয়াত হোসেন, নুরুল ইসলাম লিটন, এবাদুল হক, সাজ্জাদ হোসেন জিতু, শফিকুল ইসলাম বাদল, শামীম খান, টিপু হাওলাদার, আব্দুল আহাদ শাহীন, মাসুদ রুমি, মিরাজুল ইসলাম, আল মামুন প্রমূখ।
খুলনা গেজেট/এনএম