বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

গেজেট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার।

সুমনের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে।

মনাকষা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খুররুম জানান, রবিবার সন্ধ্যায় শিংনগর সীমান্তের ১৭৯ আন্তর্জাতিক সীমানা পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায় সুমনসহ আরও কয়েকজন। এ সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পথিমধ্যে তারাপুর মোন্নাপাড়া হারুনের বাগানে সে মারা যায়।
এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভি করেননি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন