খুলনার দাকোপে সুন্দর বন পশ্চিম বনবিভাগের সুতার খালি ফরেস্ট স্টেশনের বনরক্ষিদের অভিযানে সুন্দর বনের কর্তন নিষিদ্ধ চোরাই কাঠ বোঝাই ট্রলারসহ ৫ জনকে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সুতারখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ আছাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিতিতে শনিবার বিকালে সুতারখালী ফরেস্ট স্টেশনের আওতায় বকমারী ভারানীর মুখ নামক এলাকা থেকে সুন্দর বনের কর্তন নিষিদ্ধ সুন্দরী, কাড়া, বাইন, গাছ কেটে ট্রলার যোগে নিয়ে আসছে স্হানীয় একটি চোরাচক্র। তৎক্ষনাৎ ঘটনাস্হলে অভিযান চালিয়ে হাতে নাতে ট্রলাররে চোরাই কাঠ সহ ধরা পড়ে এ চোরাচক্রের মুলহোতা সুতারখালী গ্রামের মৃত মুনসুর আলী গাজী’র পুত্র আব্দুল ওহাব গাজী (৫০), একই গ্রামের মৃত আব্দুল গফুর গাজী’র পুত্র মামুন গাজী (৩৩),মোঃটুকু শিকারী এর পুত্র মোস্তাকিন শিকারী (২২), খলিল সানা এর পুত্র অহিদ সানা (৩৭), ও মৃত সিদিক শেখ এর পুত্র সাদেক শেখ(৪৮)। কর্তন নিষিদ্ধ গাছ কাটার অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নামে বন আইনে (৩/সু,তা,/২১-২২) তাং-২২/৮/২১ নং মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।