করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-খুলনার মহানগরীর সোনাডাঙ্গা এলাকার ইদ্রিস আলী (৬৯), লবনচরা এলাকার আলেয়া (৫৫), বাগেরহাটের মোড়লগঞ্জের রতন কর্মকার (৫০) ও ঝালকাঠির কাঠালিয়ার নূর হোসেন (৬০)।
তবে গত ২৪ ঘন্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি। এমনটাই জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।