গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমী আয়োজিত ৮ দলীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২১ আগস্ট) খালিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্রীন ফিল্ড ক্রিকেট একাডেমীকে ৫২ রানের বড় ব্যবধানে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।
এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা ক্রিকেট একাডেমী। দলের রিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে তারা। মাত্র ৪০ বল খরচায়ে ১১০ রান সংগ্রহ করে রিম। তার ব্যাট থেকে ১৩ টি ওভার বাউন্ডারী এবং ৫টি বাউন্ডারী আসে। দলের হয়ে অনিক ২৭ রান এবং টগর ২৬ রান সংগ্রহ করে। প্রতিপক্ষের সাগর ২টি এবং মামুন ও শহীদ একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে গ্রীন ফিল্ড ক্রিকেট একাডেমী ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে সুজন। ১৯ বলে ৬টি ওভারবাউন্ডারীর সাহায্যে ৪৩ রান করেন তিনি। এছাড়া দলের হয়ে শহীদ ২৯ এবং উজ্জল ২৮ রান সংগ্রহ করেন।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন খুলনা ক্রিকেট একাডেমীর রিম। আর টুর্নামেন্ট সেরা হন গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমীর শহীদ। সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরস্কার নেন রানা, সর্বোচ্চ ছক্কার হাকানোর পুরস্কার নেন রিম, সর্বোচ্চ উইকেট সংগ্রহের পুরস্কার নেন সুজন।
খেলা শেষে গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমীর সভাপতি আর জি উজ্জলের সভাপতিত্বে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলাম বাবু, সময়ের খবরের ক্রীড়া প্রতিবেদক আব্দুল্লাহ এম রুবেল, ঢাকা পোস্ট খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, সাবেক ক্রিকেটার মোস্তাক আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ, শেখ জিয়া, মোঃ সাইফুল ইসলাম ও এইচডি হেলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টূর্নামেন্টার আয়োজক মো. দেলোয়ার হোসেন।
খুলনা গেজেট/কেএম