সাতক্ষীরায় পতিত জমিতে আউশধান আবাদের মধ্যেমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরণে এক কৃষক মাঠ দিবস শনিবার (২১ আগস্ট) সদর উপজেলার নলকুড়া এলাকায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধাস গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলে নীবিড়তা বৃদ্ধিকরণ কর্মসুচির অর্থায়নে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও চীফ সাইন্টিফিক অফিসার ড. রফিকুল ইসলাম। ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ফসল কর্তনে ব্রি ধান ৪৮ ভাল ফলন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী রোপা আউশ মৌসুমে জাতটি এ অঞ্চলে আরো সম্প্রসারণ করবে বলে কৃষকরা মতামত প্রদান করেছেন।
কৃষক সমাবেশে সদর উপজেলার নলকুড়া ও এর আশেপাশের প্রায় ১০০ জন কৃষক-কৃষানী ও জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।
খুলনা গেজেট/কেএম