কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ আগের চেয়ে কিছুটা কমেছে। এখন পর্যন্ত ১৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্য ১০৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৭ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, কুমারখালীতে ছয়জন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় আটজন, মিরপুরে চারজন এবং খোকসায় রয়েছেন দুইজন। শনাক্তের হার ১৯ দশমিক ৮ শতাংশ।
এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৫ জন। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৭৮ জন।
খুলনা গেজেট/এনএম