খুলনা থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি মামলারে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১৯ আগস্ট রাতে র্যাবের একটি দল তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট রাতে তাকে আটক করে। আটককৃত আসামী মোঃ বাচ্চু মল্লিক (৩৮), পিতা-মোঃ রুহুল মল্লিক, সাং- বর্নি, থানা- রামপাল, জেলা- বাগেরহাট। গ্রেফতারকৃত আসামী চোরাকারবারি চক্রের সদস্য। যারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার, লোহার এংগেল, লোহার পাইপ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে পাচার করত। পুলিশ অভিযান পরিচালনা করে ২৪০ গজ কপার ওয়্যার, ২৫ ফুট লম্বা ৬ টি লোহার পাইপ, ৪ ফুট লম্বা লোহার এংগেল এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ০২টি ইঞ্জিন চালিত নৌকাসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপাদ্দ করে। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম