খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

বেগম মাজেদা হকের ই‌ন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

রূপসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রতিষ্ঠাতা সভানেত্রী, বনলতা সাহিত্য পরিষদ খুলনা, সপ্তর্ষী, তন্ময় প্রকাশনীসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা, বৃহত্তর খুলনা সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা বেগম মাজেদা হক আজ মঙ্গলবার দুপুর ১২টায় শেখ আবু নাসের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব খুলনা জিলা স্কুল সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমা ইনার হুইল ক্লাব, খুলনা সরকারি শিশু সদন (বালিকা), খুলনা লেখিকা সংঘ, সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বহু সংগঠনে অবদান রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নন্দিনী এবং খুলনার সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে তাঁর এই শূন্যতা অপূরনীয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হক এর মা ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোজাম্মেল হক এর স্ত্রী মিসেস মাজেদা হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস এম জাহিদুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদ শোক প্রকাশ করেছেন।

অপর এক বিবৃতি অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!