খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২৮০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২০ জনের।

এর আগে শনিবার (১৪ আগস্ট ) বিভাগে ২১ জনের মৃত্যু এবং ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার (১৫ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৫ জন, মেহেরপুরে ৩ জন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৪২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ২৫৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২০ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৪৪ জনের। মারা গেছেন ৭১৩ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৪০৮ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ২০৩ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪০ জনের এবং মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৭৪ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৪২০ জন। মোট মারা গেছেন ৪২০ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭১ জনের। মোট মারা গেছেন ১০৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৮ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৪ জনের। মোট মারা গেছেন ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৬৫ জনের। মোট মারা গেছেন ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৯৬ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৮১ জনের। মোট মারা গেছেন ৬৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৭১ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৮৮ জনের। মোট মারা গেছেন ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭৭ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯৪ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!