খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

আর্জেন্টিনার বিপক্ষে দল ঘোষণা ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

গেল মাসে কোপা আমেরিকার ফাইনাল হারের স্মৃতি এখনো তরতাজা সেলেসাওদের। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার দারুণ এক সুযোগ লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের সামনে।

আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। সে দ্বৈরথের তিন সপ্তাহ আগেই দল ঘোষণা করেছেন কোচ তিতে। চোট থেকে ফিরেই ব্রাজিলকে অলিম্পিকের স্বর্ণ এনে দেওয়া অধিনায়ক আলভেজ এবার ডাক পেয়েছেন স্কোয়াডে।

এছাড়া মধ্যমাঠে কোনো পরিবর্তন না আসলেও আক্রমণভাগে এভারটনের সোয়ারেসের জায়গায় ডাক পেয়েছেন লিডস ইউনাইটেডের রাফিনিয়া। ২৫ সদস্যের অন্যরা হলেন- অ্যালিসন, এডারসন, দানিলো, থিয়াগো সিলভা, ক্যাসিমিরো, পাকেতা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল বারবোসা, ফিরমিনো ও নেইমার জুনিয়র। আর্জেন্টিনা ছাড়াও চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্যও দলে থাকছেন এরাই।

বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচের সবই জয় পেয়েছে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সেলেসাওরা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। নতুন মৌসুমে আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে তিনটি করে ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো।

২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ৫ সেপ্টেম্বর হবে দু’দলের হাইভোল্টেজ লড়াই। পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় সে ম্যাচের জন্য। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে দেখা হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপার আক্ষেপ ঘোচায় আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে ব্রাজিলকে খোঁচা মেরে গান গেয়েছিলেন আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। পরে ভাইরাল হয় সে গান। বিষয়টি নিয়ে বেশ চটে যায় ব্রাজিল।

অলিম্পিকে স্বর্ণ জয়ের পরেও রিচার্লিসনকে খোঁচা মেরেছিলেন ডি মারিয়ার মতো অভিজ্ঞরা। বিচ্ছিন্ন এ ঘটনাগুলোর পর উত্তেজনা বিরাজ করছে দু’দলের এই ম্যাচ ঘিরে। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে ৯ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে লড়বে পেরু। আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার সঙ্গে।

করোনাকালে দুই দফা স্থগিত হয়েছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। এছাড়া বিশ্বকাপের বাকি নেই আর দুই বছরও, অথচ কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে প্রতি দলের এখনো বাকি আরও ১২টি করে ম্যাচ। এমন পরিস্থিতিতে কনমেবলকে হাঁটতে হচ্ছে ঠাসা সূচির পথে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!