দ্বিতীয় টেস্টে দারুণ সূচনা করেছে ভারত। লর্ডসে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। ক্রিজে আছেন লোকেশ রাহুল, অনবদ্য ১২৭ রান নিয়ে। তার সঙ্গে আছেন আজিঙ্কা রাহানে ১ রান নিয়ে। বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেলে তারা দুজন আবার ব্যাট করতে নামবেন।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় ভারতের। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও রাহুল ১২৬ রান তোলেন। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন রোহিত। কিন্তু জেমস অ্যান্ডারসনের বল তার প্যাড ছুঁয়ে ট্যাম্পের মাথায় লাগে। অবশ্য ট্যাম্পে না লাগলেও এলবিডব্লিউ হতেন তিনি। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। ১৪৫ বল খেলে ১১ চার ও ১ ছক্কায় ৮৩ রান করে যান রোহিত।
১৫০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। এ সময় অ্যান্ডারসনের দ্বিতীয় শিকারে পরিণত হন চেতেশ্বর পূজারা (৯)। এজ হয়ে থার্ড স্লিপে জনি বেয়ারস্টোর তালুবন্দি হন তিনি।
এরপর কোহলি ও রাহুল মিলে ভারতকে টানতে থাকেন। তৃতীয় উইকেটে তারা ১১৭ রানের জুটি গড়েন। এ যাত্রায় লোকেশ রাহুল তার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ২১২ বলে ৯টি চার ও ১ ছক্কায়।
দিনের শেষ দিকে ২৬৭ রানের মাথায় অলি রবিনসনের বলে প্রথম স্লিপে জো রুটের হাতে ধরা পড়েন অধিনায়ক কোহলি। ১০৩ বল খেলে ৩ চারে ৪২ রান করে যান তিনি।
এরপর রাহুল ও রাহানে মিলে দিনের বাকি ৫.২ ওভার খেলে আসেন। রাহানের ১২৭ রানে ভর করে দিনশেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৭৬।
খুলনা গেজেট/কেএম