খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

পিএসজির মাঠে খেলতে অপেক্ষায় মেসি

ক্রীড়া ডেস্ক

দলগত হোক, কিংবা ব্যক্তিগত; বার্সেলোনার হয়ে জেতেননি এমন কোনো শিরোপাই ছিল না লিওনেল মেসির। সেই মেসি অনেক জল্পনা কল্পনা শেষে যোগ দিয়েছেন পিএসজিতে। দুনিয়া কাঁপানো এক দলবদলের শেষে। সোনায় মোড়ানো ক্যারিয়ারেও যোগ হয়েছে নতুন এক অধ্যায়।

এ অধ্যায়ের শুরু হয়েছে গতকাল। পিএসজিতে নেমে রীতিমতো বীরের সংবর্ধনা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফরাসি দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করেছে তাকে বরণ করে নেওয়ার নানা মুহূর্ত। চুক্তিস্বাক্ষরের সব ধরণের আনুষ্ঠানিকতা সেরে মেসি ক্লাবের ওয়েবসাইটে জানান নিজের অনুভূতি।

তিনি বলেন, ‘ক্যারিয়ারে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে পিএসজিতে। এতে করে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের ক্রীড়া প্রকল্প থেকে শুরু করে সবকিছু আমার ফুটবলীয় উচ্চাভিলাষের সঙ্গে মিলে যায়। এখানকার স্কোয়াড, কোচিং স্টাফ কতোটা শক্তিশালী, সেটা আমার অজানা নয়।’

এরপরই মেসি ঘোষণা দিলেন বিশেষ কিছুর। বললেন, ‘এই ক্লাব আর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। পার্ক দেস প্রিন্সেসে খেলতে আমার তর সইছে না।’

রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর বিজেতাকে দলে ভিড়িয়েছে পিএসজি। এরপর যেন খুশির অন্ত নেই ক্লাবটিতে। ক্লাবের চেয়ারম্যান নাসের আল খেলাইফিই যেমন বললেন, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছে। এতে আমি দারুণ উচ্ছ্বসিত। তাকে ও তার পরিবারকে এখানে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছি, তাকে এখানে পেয়েছি; এজন্যে আমরা গর্বিত।’

এখানে মেসি তো এবার অনেক প্রস্থ নাটকের পর যোগ দিলেনই, আগে থেকেই ছিলেন নেইমার, কিলিয়ান এমবাপেদের মতো তারকারাও। মেসির আগে চলতি দলবদল মৌসুমে দলটি ক্লাবে ভিড়িয়েছে ইউরোর সেরা গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা, সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, লিভারপুল মিডফিল্ডার জর্জিনিও ওয়াইনাল্ডামকে; আর আশ্চর্যের বিষয় হচ্ছে, এমন তারার হাট বসাতে ক্লাবটি দলবদলে ব্যয় করেনি একটি পয়সাও। চলতি দলবদলে এখন পর্যন্ত ক্লাবটি ব্যয় করেছে কেবল ৬০০ কোটি টাকা। সেটা ইন্টার মিলান থেকে আশরাফ হাকিমিকে দলে ভেড়াতে।

এমন দলকে নিয়ে উচ্চাভিলাষ না করেই পারা যায় না। কথাটা ঝরে পড়ল খেলাইফির কণ্ঠেও। বললেন, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করা আর শিরোপা জেতার ইচ্ছা সে প্রকাশ করেছে। আমাদের চাওয়াও ব্যতিক্রম নয়।’

এরপর বললেন, ‘আশা করছি, আমাদের এই দল সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সমর্থকদের জন্য ইতিহাস গড়তে পারবে।’ লিওনেল মেসি বার্সেলোনায় শেষ কয়েক বছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিপ্রায় প্রকাশ করেছেন বহুবার, প্রত্যেকটা সাক্ষাৎকারেই। সে লক্ষ্য তো পিএসজিরও।

ক্যারিয়ারে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে পিএসজিতে। এতে করে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের ক্রীড়া প্রকল্প থেকে শুরু করে সবকিছু আমার ফুটবলীয় উচ্চাভিলাষের সঙ্গে মিলে যায়। এখানকার স্কোয়াড, কোচিং স্টাফ কতোটা শক্তিশালী, সেটা আমার অজানা নয়। এই ক্লাব আর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। পার্ক দেস প্রিন্সেসে খেলতে আমার তর সইছে না।

কিন্তু দু’পক্ষের কারোই সে আশা পূরণ হয়নি আদৌ; মেসি একবার দলকে টেনে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে আর পিএসজি সেমিফাইনাল আর ফাইনাল খেলেছে একবার করে, শিরোপাটা আর জিততে পারেনি। খেলাইফির কথায় উঠে আসা ‘ইতিহাস’টা যে এই অনন্ত আক্ষেপের ইউরোপীয় শ্রেষ্ঠত্বই, তা আর আলাদা করে বলে দিতে হয়না তাই। সেটা পূরণ হবে কিনা এবার, তা সময়ই বলে দেবে।

মেসিকে দলে ভিড়িয়ে এখন পর্যন্ত যা করেছে পিএসজি, তা ইউরোপ শেষ কবে দেখেছে? এবার সেই মেসিকে দলের খেলোয়াড় হিসেবে জনসম্মুখে পরিচয়ের আনুষ্ঠানিকতা সারবার পালা। সেজন্যে আজ বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় পিএসজির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ডেকেছে পিএসজি, সেখানেই ক্লাব ক্যারিয়ারে ৬৭২ গোল করা এই কিংবদন্তিকে একান্তই নিজেদের করে নেবে দলটি।

তবে এসব আনুষ্ঠানিকতা যে কারণে, সেই মেসিকে কবে পিএসজির জার্সিতে খেলতে দেখা যেতে পারে? সেজন্যে আপনাকে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন। কোপা আমেরিকা জেতার পর থেকে শেষ দুই মাস ছিলেন অখণ্ড অবসরে। জিম করেছেন বটে, কিন্তু অনুশীলনটা করেননি মেসি। সব মিলিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে অন্তত কিছুদিন সময় তো লাগবেই। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় লিগ ম্যাচে যখন স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলবে পিএসজি, তখন রানার্স আপদের হয়ে মেসিকে দেখার সম্ভাবনা তাই একটু ক্ষীণই।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!