অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
শুধু তাই নয়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ রান আর দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারটিও নিজের করে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সোমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে ১৭১৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে বাঁ-হাতি স্পিনে শিকার করেন ১০০ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৫৭ ম্যাচে ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৫১ রান আর বল হাতে সাকিবের শিকার ৫৯২ উইকেট।