বাংলাদেশের জয়ে ভোল পাল্টালো ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়কে ‘বাংলাদেশের চমক’ হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় এই গণমাধ্যমের অনলাইন ভার্সনে। শুক্রবার রাতে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে বাংলাদেশের সিরিজ জয়ের পর তারা এই সংবাদ প্রকাশ করে।
এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে যখন বাংলাদেশ দলের প্রশংসায় বিশ্বক্রিকেট তখন ভারতীয় সংবাদমাধ্যমে এই জয় দেখেছিল ‘অঘটন’ হিসেবে!
কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছিল— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’। এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছিল ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে।
ভারতীয় এই গণমাধ্যমে বলা হয়, সিরিজে এখনও দুই ম্যাচ বাকি। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচেই জিতে গেল তারা। শুক্রবার তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারায় অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ২৩ রানে।
স্বপ্নের ফর্মে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। উল্টো দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, তত চিন্তার ভাঁজ বাড়ছে অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১১৭ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। মাহমুদুল্লাহ ৫২ রান করেন। নাসুম ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। মুস্তাফিজুর উইকেট না নিলেও ৪ ওভারে মাত্র ৯ রান দেন।