মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মিরপুরে বৃষ্টি, টসে বিলম্ব

ক্রীড়া ডেস্ক

আরও একটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

শুধু টি-টোয়েন্টি নয়, যে কোনো ফরমেটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনও সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ। আজই যদি হয়ে যায়, তবে তো কথাই নেই!

তবে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের বহুল প্রতীক্ষিত ম্যাচটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ বৃষ্টি হচ্ছে। ফলে সময়মতো (সাড়ে পাঁচটায় টস হওয়ার কথা ছিল) টস করা যায়নি।

বৃষ্টি থেকে বাঁচাতে পুরো পিচ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি না থামলে বলাও যাচ্ছে না, টস কখন হবে আর ম্যাচও সময়মতো শুরু করা যাবে কি না।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন