লিওনেল মেসি ফিরেছিলেন বার্সেলোনায়, শোনা যাচ্ছিল নতুন চুক্তির খবরও। কিন্তু হঠাৎ যেন ঘণ্টা দুয়েকের একটা ঝড় যেন বয়ে গেল কাতালুনিয়ার ওপর।
এবার ক্লাবের পক্ষ থেকে চলে এসেছে আনুষ্ঠানিক বিবৃতিও। তাতে বলে দেওয়া হয়েছে, মেসিকে আর রেখে দেওয়া হচ্ছে না ক্লাবটির!
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ক্লাবের অর্থনৈতিক অবস্থা মেসিকে বার্সায় থাকতে দেয়নি আর। অথচ অর্ধেক বেতন কমিয়ে নতুন চুক্তি নিয়ে আরও সপ্তাহ তিনেক আগেই সম্মত হয়ে গিয়েছিল বার্সা আর মেসি পক্ষ।
বিষয়টা সর্বপ্রথম জানিয়েছিল স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। আর তাতে সায় মিলেছে ইএসপিএন এস্পানা আর রেডিও কাতালুনিয়ারও। মার্কা বলেছিল, ‘মেসির নতুন চুক্তির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব। সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এ কারণে ভবিষ্যতে সুপার লিগের মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক লগ্নিকারক প্রতিষ্ঠান সিভিসির সঙ্গে লা লিগার চুক্তির ফলে বার্সেলোনা পেতে পারত ২৭ কোটি ইউরোর মতো অর্থ। কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে সুপার লিগ আয়োজনের ভাবনা থেকে আসতে হবে সরে। মার্কা, ইএসপিএন এস্পানা আর রেডিও কাতালুনিয়া জানাচ্ছে, লা লিগার এমন শর্তই মূলত বার্সেলোনাকে ফেলে দিয়েছে বিপাকে। সৃষ্টি হয়েছে মেসি না সুপার লিগ? এমন পরিস্থিতিও। বর্তমান ও ভবিষ্যত বিচারে যা বার্সেলোনায় দোটানারই সৃষ্টি করেছে।