খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, শেখ কামাল ছিলেন একজন নির্লোভ ও শান্তি প্রিয় ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালে সব সময়ই তিনি সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস রাখতে দলমত নির্বিশেষে সকল ছাত্রকে নিয়ে কাজ করতেন। যুব সমাজ যাতে বিপথগামী না হয় সেজন্যে তিনি পাড়ায় মহল্লায় ক্লাব আন্দোলন সৃষ্টি করেছিলেন। ক্লাব সাংস্কৃতির প্রবক্তা ছিলেন শেখ কামাল। তার অনন্য সৃষ্টি আবাহনী ক্রীড়া চক্র।
তিনি আরো বলেন, শেখ কামাল দেশকে শত্রুমুক্তি করতে ছাত্র যুবককে নিয়ে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। দেশ স্বাধীনের পরে আধুনিক ক্রীড়াঙ্গন গড়তে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। শুধু তাই নয়; শেখ কামাল সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিলেন। তিনি একজন সাহসী চৌকস মেধাবী সংগঠক হিসেবে স্বাধীনতা যুদ্ধ থেকে মৃত্যু পর্যন্ত যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ কামালের মত সাহসী চৌকস ভাবে সকলকে সংগঠনের জন্য কাজ করতে হবে।
বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মল্লিক আবিদ হোসেন কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, অধ্যা. রুনু ইকবাল, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, মো. আমির হোসেন, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. বরকত, অধ্যা. এবিএম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মুন্সি আইয়ুব আলী, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, হাবিবুর রহমান দুলাল, মুন্সি নাহিদুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, মো. আজিম, এ্যাড. শামীম আহমেদ পলাশ, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. জিলহাজ্ব, মো. শহীদুল হাসান, আশরাফ আলী শিপন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ঝলক বিশ্বাস, ইয়াছিন আরাফাত, মাহমুদুল ইসলাম সুজন, মাহামুদুর রহমান রাজেশ, মো. শাহীন আলম, ওমর কামাল সহ দলের বিভিন্ন পযায়ের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগ নেতা হাফেজ মাওলানা আব্দুর রহীম।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম