কোভিড-১৯ এর গণটিকাদান কার্যক্রম উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত আরএমও ডাঃ শিমুল চক্রবর্তী, ডাঃ মিঠুন বাহাদুর, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, মাওলানা সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, পরিবার পরকিল্পনা কমকর্তা সেলিনা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ।
আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড মিলিয়ে ১টি কেন্দ্রে অন্ততঃ ৬শ’ ব্যক্তিকে ভ্যাকসিন প্রদান করা হবে। ১৮ বছরের উর্ধ্বে সকল নারী পুরুষ জাতীয় পরিচয়পত্রসহ স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধিত ব্যক্তিদের যথানিয়মে প্রতিদিন ভ্যাকসিন গ্রহণ করতে পারবে।
খুলনা গেজেট/এনএম