মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জাপানকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন

ক্রীড়া ডেস্ক

টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ব্রাজিল। অপেক্ষা ছিল তাদের প্রতিপক্ষ কে হয়। সোনার স্বপ্নে বিভোর স্বাগতিক জাপান নাকি এবারের অলিম্পিকের অন্যতম শক্তিশালী দল স্পেন।

সেই অপেক্ষার জবাব মিলেছে। জাপানকে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠে গেছে স্পেন। অতিরিক্ত সময়ে পার্থক্য গড়ে দেন মার্কো আসেনসিও। ১১৫তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে তার পা থেকে।

মঙ্গলবার সাইতামা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ১১৫ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত মার্কো অ্যাসেনসিওর বাঁকানো শট সেই ডেট লক ভেঙেছে।

অলিম্পিকে স্পেন সবশেষ ফুটবলের সোনা জিতেছিল ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে। ২০০০ সালে সিডনির আসরে হয়েছিল রানার্সআপ।

এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। যারা ছেলেদের ফুটবলের সর্বশেষ তিন অলিম্পিকের ফাইনালে উঠেছে। গেল আসরে নিজেদের শহর রিও ডি জেনেইরোতে জিতেছে সোনাও।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন