বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্যপরিষদের লিটন রায়কে আহবায়ক এবং বিদ্যুৎ নন্দী আপনকে সদস্য সচিব করে খুলনা সদর থানার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্যপরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর শাখার সভাপতি বিশ্বজিৎ দে মিঠু ও সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রানা বিশ্বাস, রাজু সাহা, চন্দন দে, বিপ্রজিৎ সাহা, অতনু কর, সুজিত সাহা, পার্থ সাহা বাপ্পি, সজিব বিশ্বাস, অনিমেষ সানা, সৈকত বর্মন, কেষ্ট মন্ডল, রবিন জয় ধর, তুহিন কান্তি দাস টিটু, রিচার্ড বিশ্বাস, অমিত বালা, সৈকত দাস, দিপ্ত বিশ্বাস, উওম কুমার দাস, অন্ত দে, অর্ণব সাহা বাপ্পা, অমিত দে, বিক্রম কুমার কুন্ডু, উৎসব নন্দী, সুদীপ্ত মিত্র, অভিজিৎ কুমার দাস, চঞ্চল রায়, পলাশ কুমার রায়, রুদ্র দাস ও গোপাল রাম। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।