সদ্য প্রয়াত বরেণ্য কথা সাহিত্যিক প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিকের সহধর্মিনী ও ফুলতলার দামোদর গ্রামের বাসিন্দা নমিতা ভৌমিক ওরফে মিতা (৬৫) বৃহস্পতিবার দুপুরে খুলনার একটি বেসরকারী হাসপাতালে করোনাক্রান্ত হয়ে পরলোক গমন করেন। এক সপ্তাহ পূর্বে করোনা উপসর্গ নিয়ে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্যঃ গত ২৮ মে সাড়ে ১১টায় একই হাসপাতালে তার স্বামী প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক মৃত্যুবরণ করেন। পারিবারিক জীবনে তিনি নিঃসন্তান ছিলেন।
খুলনা গেজেট/এমএইচবি