বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনেস্টবল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনেস্টবল আল মামুনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গ্রেপ্তারকৃত পুলিশ কনেস্টবল ৭১৫ পিচ ইয়াবা নিয়ে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের দশবাড়িয়া মসজিদের সামনে অবস্থান করছিল। র‌্যাব-৬ এর একটি অভিযানিক দলের কাছে মাদকের বিষয়ে আগে থেকে তথ্য ছিল। তার গতিবিধি দেখে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়। তার দেহ তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদক পায়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মোঃ জিয়াউল হক বাদী হয়ে কয়রা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাহাদাত হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে চারটায় ইয়াবাসহ কয়রা থানার পুলিশ কনেস্টবল আল মামুনকে গ্রেপ্তার করে র‌্যাব- ৬ খুলনার সদস্যরা। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে র‌্যাব থানায় মাদক আইনে মামলা হয়, যার নং ১৯।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে প্রেরণ করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। বিষয়টি তার কাছে পরিষ্কার নয় বলে তিনি খুলনা গেজেটকে মুঠোফোনে জনিয়েছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন