পাইকগাছার রামনাথপুরস্থ কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। বুধবার সকাল ৭টা দিকে কপোতাক্ষ নদে হরিনা চিংড়ী পোনা ধরতে যেয়ে কয়েকজন ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পায়। পরে পাশ্ববর্তী লোকদের জানালে তারা স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়। ক্যাম্পের এএসআই কামারুজ্জামান থানায় জানালে ওসি এজাজ শফী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটির খোঁজ খবর নেয়ার চেষ্টা করলেও তার কোন পরিচয় জানতে পারেননি। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সন্তোষ বিশ্বাসের বাড়ীর পাশে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে লাশটি চরে বেঁধে আছে। বয়লার মুরগির বিষ্টা জাতীয় কোন কিছু হতে পারে বলে বিষয়টি নিয়ে কেউ কোন গুরুত্ব দেয়নি। অর্ধগলিত লাশের মাথা পলিথিনে মোড়ানো ও বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। তার পলিথিন কেটে দিলে ২০-২২ বছরের যুবক হবে বলে উপস্থিতিরা জানান। লাশটি সিআইডি দায়িত্ব নিয়েছেন বলে ওসি এজাজ শফী জানান।
খুলনা গেজেট/ টি আই