ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর উদ্যোগে বুধবার সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মোঃ আবুল কাশেম।
নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম। আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদৌস সুমন, দপ্তর সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আজহার, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম নাসিব, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন স্পটে বিভিন্ন ফল ও ঔষুধি গাছ লাগানোসহ প্রত্যেকটি থানায় থানায় নেতৃবৃন্দের কাছে গাছ বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এনএম