হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।
ইনজুরির কারণে আগের ম্যাচের মতোই একাদশে নেই লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।
এদিকে পরিবর্তন নেই জিম্বাবুয়ের জয়ী একাদশটাই ধরে রেখেছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচের একাদশটাই নিয়ে নামছে স্বাগতিকরা।
বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
জিম্বাবুয়ে: রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), মিল্টন শুম্বা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভ্রে, ডিওন মায়ের্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা
তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে নেবে। অর্থাৎ বলা যায়, অঘোষিত ফাইনাল আজকের ম্যাচটি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। স্বাগতিকরা পায় ২৩ রানের জয়।
আগের দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় একাদশে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুমের টি-টোয়েন্টি অভিষেক গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
খুলনা গেজেট/ টি আই