খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

ডুমুরিয়ায় কচুর মুখী চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় বিলাসী জাতের কচুর মুখী চাষে কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এ বছর ডুমুরিয়া উপজেলায় মোট ৫০ জন কৃষক প্রত্যেকে ২০ শতক জমিতে কচুর মুখী চাষ করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বিলাসী জাতের কচুর মুখী প্রদর্শনী দেয়া হয় উপজেলার মোট ৫০ জন কৃষককে। কৃষি অফিস থেকে তাদেরকে বীজ ও সার দেয়া হয়েছে। কচুর মুখী চাষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিনে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছে।

এছাড়া কচুর মুখী চাষের উপর ৫০ জন কৃষককে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রশিক্ষণও দেয়া হয়েছে। একারণে কচুর মুখী চাষে তারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পেরেছে।

এ ব্যাপারে আটলিয়া ব্লকের মালতিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম মোড়ল ও আসাদ মোড়ল বলেন, বীজ ও সার আমরা উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছি। মাঘ/ফাল্গুন মাসে বীজ রোপন করেছি। এমাসেই ফসল তুলতে পারব। এবছর আমার জমির আগাছা পরিষ্কার ও পানি সেচসহ মোট ব্যয় করেছি ৮ হাজার টাকা। আশাকরি ২০ শতক জমিতে প্রায় ৪০ হাজার টাকার কচুর মুখী বিক্রয় করতে পারব।

কৃষক নুর ইসলাম বলেন, আমি গত ২২ জুলাই কচুর মুখী ক্ষেতটি ৪০ হাজার টাকায় বিক্রয় করেছি।

কৃষক মাহাবুর রহমান বলেন, আমি গত ১৮ জুলাই আমার কচুর মুখী ক্ষেতটি ৫৮ হাজার টাকায় বিক্রয় করেছি। যা খরচের তুলনায় প্রায় ৫ গুণ লাভ হয়েছে। টাকাও একবারে পেয়েছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস বলেন, আমরা উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে প্রতিনিয়ত সরেজমিনে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, এ বছর যারা কচুর মুখী চাষ করেছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ৫০ জন কৃষককে বীজ ও সার দিয়েছি। এছাড়া আমরা মাঠে গিয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। অল্প পরিশ্রমে বেশী লাভ হওয়ায় উপজেলার অনেকে কচুর মুখী চাষে আগ্রহ দেখাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!